যে ব্যক্তি ইসলামকে সত্য ধর্ম হিসেবে বিশ্বাস করে তা মেনে নেয় এবং যে ব্যক্তি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সত্য রাসূল হিসেবে বিশ্বাস করে তাঁর আনুগত্য করে, সে যেন পৃথিবীতেই ঈমানের স্বাদ আস্বাদন করে। মৃত্যুর পর তো আছে স্বাদই স্বাদ। যেমনি দুনিয়াদার ব্যক্তি লন্ডন আমেরিকার ভিসা পেয়েই খুশি হয়ে যায়, যদিও সে এখনো নিজ দেশেই রয়েছে। এও তেমনি।
যে বান্দা ভালোভাবে সূরা এখলাসের অর্থ বুঝবে, সে বান্দা আল্লাহপাকের মারেফত বা পরিচয় লাভ করতে পারবে সহজে। আর তাওহীদ-এর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়সমূহ সহজেই বুঝতে পারবে। সূরা এখলাস নিয়ে চিন্তা করলে ছয়টি বিষয় আমরা বুঝতে পারি।
✓ আল্লাহ এক ও একক।
✓ তাঁর কোনো অংশিদার নেই।
✓ তাঁর কোনো স্ত্রী-সন্তান বা ঔরসজাত ছেলে-মেয়ে নেই।
✓ তাঁর কোনো জন্মদান কারিনী মা নেই।
✓ তাঁর কোনো বাবা নেই।
✓ তাঁর কোনো সমকক্ষ নেই।
এসব বিষয় বিবৃত হয়েছে সূরা এখলাসে। যদি কেউ সূরা এখলাসের উপর পূর্ণ বিশ্বাস রেখে ইসালমি বিধি-বিধান মেনে চলে, তার জন্য সূরা এখলাসই যথেষ্ট। দুনিয়াতেও আখেরাতে ও।
প্রতিনিয়ত আপডেট পেতে whatsapp চ্যানেলে জয়েন করুন। https://whatsapp.com/channel/0029VaeoBRnL2AU4KCP58L2a