সন্তানদের ভবিষ্যৎ গঠনে। Leave a comment

পিতামাতার কারণে সন্তানের ক্যারিয়ার .আজ আমরা সন্তানদের ক্যারিয়ার নিয়ে প্রচুর চিন্তিত। অথচ পিতা-মাতার নেক আমল সন্তানদের ক্যারিয়ার গঠনে সাহায্য করে।

যেমন, সাইদ ইবনে মুসায়্যিব রাহিমাহুল্লাহ বলেন, আমি সালত আদায় করি। অতঃপর আমার সন্তাদের কথা মনে পড়ে। ফলে, আর দুই রাকা’আত তাদের জন্য পড়ি। (তাফসিরে বগবীঃ ৫/১৯৬)মুহাম্মদ বিন মুনকাদির বলেন, বান্দার নেক আমল তার সন্তান এবং তার সন্তানদের সন্তানকে উপকৃত করে। (যুহদঃ ১১২ পৃঃ)

খালেদ আবু শাদী বলেন, যখনই আমার ইবাদতের ব্যাপারে অলসতা তৈরি হয়, তখনই আমি আমার সন্তানদের এবং দুনিয়াবী বিপদের কথা চিন্তা করি।কেননা আল্লাহ তায়ালা সুরা কাহাফের মধ্যে মুসা ও খিজির আলাইহিস সালাম-এর ঘটনায় দুই এতিম বাচ্চার কথা উল্লেখ করেছেন, যাদের পিতার নেক আমলের কারণে তাদের সম্পদ রক্ষা পেয়েছিল। নোটঃ আমার নেক আমল শুধু আমার জন্য না, আমার সন্তান ও নাতিপুতিদের দুনিয়াতে সৌভাগ্যবান হতে সাহায্য করে।আবদুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SHOPPING CART

close