সাহাবীর ঋণ Leave a comment

একজন সাহাবী তার আশেপাশের অনেককে ঋণ দেন। পরিচিত-অপরিচিত কারো ঋণ লাগলে তার কাছে আসতো, তিনি সবাইকে ঋণ দিতেন।একবার তিনি অসুস্থ হলেন। খেয়াল করলেন তাকে কেউ দেখতে আসছে না। তিনি বেশ অবাক হলেন। বিছানায় পড়ে আছেন, অথচ আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী তেমন কেউ আসছে না।তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন তারা তার কাছে আসতে বিব্রতবোধ করছে। তারা তো এখনো ঋণ পরিশোধ করতে পারেনি। এই অবস্থায় কীভাবে তার সামনে আসবে? এটা শুনে তিনি ঘোষণা দিলেন, “আমি যাদেরকে ঋণ দিয়েছি, সবার ঋণ মাফ করে দিলাম। আপনাদেরকে এই ঋণ পরিশোধ করতে হবে না।”ঘোষণাটি মদীনায় ছড়িয়ে পড়লো।মুহূর্তের মধ্যে মানুষজন হুমড়ি খেয়ে রওনা দিলো তার বাড়িতে। দলে দলে লোকজন আসা শুরু করলো। সেদিন তার বাড়িতে এতো লোক সমাগম হয়েছিলো যে, তাঁর বাড়ির একটি সিঁড়ি ভেঙ্গে যায়! চিন্তা করুন, কতো শতো মানুষকে তিনি ঋণ দিয়েছিলেন! সেই সাহাবীর নাম কায়স ইবনে সা’দ রাদিয়াল্লাহু আনহু। সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SHOPPING CART

close