“”পানাহার, পোশাক, দুনিয়ার জাগতিক কাজগুলোর ক্ষেত্রে ইসলাম আমাদের অনেক প্রশস্ততা দিয়েছে একটা সীমার মধ্যে। যতক্ষণ না তা হারাম হচ্ছে। যেগুলো হারাম সেগুলো আমরা করবোনা। তা ছাড়া যে কোন কাজ করতে পারি। আমরা যে কোন পোশাক পরতে পারি, যে কোন খাবার খেতে পারি, যে কোন পানীয় পান করতে পারি, যতখুশী পান করতে পারি যতক্ষণ না সেটা হারাম অথবা তার মধ্যে অহঙ্কার অথবা তার মধ্যে অপচয় চলে আসবে।………………………আজকে ইনশাল্লাহ আমরা সংক্ষেপে খাওয়ার আদবের কিছু বিষয় নিয়ে আলোচনা করে শেষ করে দিব।”
——শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীর